E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে জুয়েলার্স মালিককে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই

২০১৬ মার্চ ০২ ১৭:০১:০১
বরিশালে জুয়েলার্স মালিককে গুলি করে স্বর্ণালংকার ছিনতাই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর দ্বীনবন্ধু সেন রোডের বাংলাদেশ ব্যাংকের সামনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে এক’শ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত নগরীর কাটপট্টিস্থ হক জুয়েলার্সের মালিক মিরাজুল হককে (৩০) শেবাচিম হাসপাতালে ভর্তি করা হ

আহত মিরাজুল হক জানান, প্রতিদিনের ন্যায় নিজেদের হক জুয়েলার্স বন্ধ করে তিনি ও তার ভাই সিরাজুল হক প্রায় ১’শ ভরি স্বর্ণ ভর্তি ব্রিফকেস হাতে নিয়ে একটি অটোরিক্সাযোগে দীনবন্ধু সেন রোডের বাড়ির (হক ম্যানশন) উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ১০ টার দিকে ওই সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পৌঁছলে প্রথমে একটি মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী আটোরিক্সাটির গতিরোধ করে। তাৎক্ষনিক আরও একটি মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী এসে অটোরিক্সার চাকায় গুলি করে। এরপরই ছিনতাইকারীরা মিরাজুল হকের হাতে থাকা স্বর্ণ ভর্তি ব্রিফকেস নিয়ে টানা-হেচরা শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা মিরাজুল হকের ডান পায়ে গুলি করে ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যায়। পরে তাদের দুই ভাইয়ের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শেবাচিমের চিকিৎসক সৌরভ সুতার জানান, অপারেশনের মাধ্যমে মিরাজুল হকের ডান পায়ের হাঁটুর নিচ থেকে গুলি বের করা হয়েছে। পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ জানান, ঘটনার পর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশী শুরু করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন এলাকাগুলোতে পুলিশ অভিযান শুরু করেছে।

(টিবি/এএস/০২ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test