E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

২০১৬ মার্চ ০২ ১৭:২৮:৩১
শিবচরে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের বক্তব্যের জের ধরে মঙ্গলবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৩ জন নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

এলাকাবাসী, আহত ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কাঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের মুন্সীরহাটে বাদল মুন্সীর পক্ষে এক আলোচনা সভা শুরু হয়।

বর্তমান ইউপি সদস্য বাদল মুন্সীর এক সমর্থকের বক্তব্যকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী জয়নাল মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে মারপিটে লিপ্ত হয়।

ওই সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন আবদুর রউফ খান (৫১), আবদুল খালেক শেখ (৫৫), সাহেব আলী হাওলাদার (২৫), মো. ফজলুল হক শিকদার (৬০), মো. ওসমান চৌকদার (৪২), মো. ইউনুস শিকদার (৫০), আবদুস সালাম শেখ (৬৫), আবুল কাসেম হাওলাদার (৫২), মোস্তফা মোড়ল (৫০), নুর মোহাম্মদ হাওলাদার (৫৫), সানাউল্লাহ চৌকিদার (৬০), ছকিনা বেগম (৪০), পারভীন বেগম (১৭), জয়নাল হাওলাদার (৬৫), লুৎফন নেছা (৬০) প্রমুখ।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. মাহফুজুর রহমান বলেন, রাতে শিবচরের কাঠালবাড়ি ইউনিয়ন থেকে আহতরা হাসপাতালে এসে ভর্তি হয়েছে। আহতদের অবস্থা শংকামুক্ত। এছাড়াও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন মোল্লা জানান, কাঠালবাড়ি এলাকা নির্বাচনী সংঘর্ষের খবর পেয়ে শিবচর থানার ইনন্সপেকটর আবুল খায়ের মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এএসএ/এএস/০২ মার্চ, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test