E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

২০১৬ মার্চ ০৪ ২২:১৫:৪০
গোবিন্দগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্য বিবাহে বাধা দেয়ায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্র  জহুরুল ইসলাম (২৫)  শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

এলাকাবাসী জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রামের (কারিগর পাড়া) মৃত কপিল উদ্দিনের ছেলে গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র জহুরুল ইসলাম (২৫) গত মঙ্গলবার সন্ধ্যায় নয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন হাজির বাড়ির পার্শ্বে পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অর্তকিতে জহুরুলের ওপর হামলা চালায় এবং জহুরুলকে উপযুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় জহুরুলের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন মারাত্মক আহত জহুরুলকে প্রথমে গোবিন্দগঞ্জ থানা স্বাসস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জহুরুল ইসলামের মৃত্যু হয়।

নিহত জহুরুলে বড় ভাই বাবু মিয়া জানান, একই গ্রামের আশরাফুলের মেয়ের বাল্য বিবাহে বাধা দেয়ায় সবুজ, লিটনের নেতৃত্বে ৬/৭জন সন্ত্রাসী তার ভাই জহুরুল ইসলামের উপর হামলা চালায়। গুরুতর আহত জহুরুলকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জহুরুলের ভাই, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সাথে কথা বলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



(এসআরডি/এস/ফেব্রুয়ারি০৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test