E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থীর শো-ডাউনে হামলা, গ্রেফতার ৭ 

২০১৬ মার্চ ০৫ ১৮:১৬:৫১
আত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থীর শো-ডাউনে হামলা, গ্রেফতার ৭ 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলায় দলীয় প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগে উত্তেজনা বেড়েই চলেছে। শুক্রবার রাতে বিশা ইউনিয়নে একজন প্রার্থীর শো-ডাউনে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে । ঘটনায় থানা পুলিশ  ওই ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীসহ ৭জনকে গ্রেফতার করে মাদক মামলায় জড়িয়ে শনিবার আদালতে সোর্পদ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনের জন্য দলীয় একক প্রার্থী বাছাইয়ের জন্য এক বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই আলোকে শুক্রবার রাতে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লার পক্ষে একটি শোডাউন বের করা হয়।

শো-ডাউন শেষে উপজেলার বৈঠাখালি এলাকায় রাত অনুমান পৌনে ১০ টার দিকে বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থী ও তার কর্মী-সর্মথকরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিল। এসময় অপর একজন প্রার্থীর পক্ষে আত্রাই উপজেলা সদর থেকে বেশ কিছু লোকজন মোটরসাইকেল যোগে এসে তাদের সঙ্গে যোগ দেয়। এর কিছুক্ষন পর মোটরসাইকেল আরোহীদের একজন ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য সোহেল রানা প্রাণে বেচেঁ যায়।

এ সময় গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ে ছুটে যায়। হামলাকারীরা গুলি চালিয়েই সেখান থেকে পালিয়ে যায়। তবে এলাকার লোকজন তাদের কয়েকজনকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচুপুর গ্রামের রঞ্জিত দাস (৪০), সাহেবগঞ্জ মোল্লা পাড়া গ্রামের আলতাব হোসেন বাবু (৪০) ও একই গ্রামের মহিদুল ইসলাম (৪০), সাহেবগঞ্জ পালপাড়া গ্রামের আব্দুর রশিদ (৩৫), ইসলামগাথী গ্রামের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও বিশা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমান (৪৫), ভরতেতুলিয়া গ্রামের রহিদুল ইসলাম (৩৯) ও একই গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) সহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে প্রার্থী বাছাইয়ের সময় ভাংচুর ও হট্টগোলের কারণে বর্ধিত সভা স্থগিত হয়ে যায়।

বিশা ইউপি চেয়ারম্যান ও মনোনয়ন প্রত্যাশী মান্নান মোল্লা জানান, আমরা শো-ডাউন শেষে বৈঠাখালিতে এসে বিভিন্ন আলাপ করছিলাম। এসময় মোটরসাইকেল যোগে কয়েকজন এসে আমাদের সঙ্গে মিলিত হয়ে প্রচার সম্পাদক সোহেল রানাকে ডেকে নিয়ে গুলি করে । আমার সঙ্গে লোকজন না থাকলে হয়তো আমাকেই তারা হত্যা করতো ।

বিশা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সোহেল রানা জানান, আমরা বৈঠাখালী বাজারে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে অস্ত্রধারী রাব্বী এসে আমাকে পাশে ডেকে নিয়ে রিভলবার বের করে গুলি করার সময় আমি তাকে হাত দিয়ে ধাক্কা দিলে গুলি আমার দেহে না লেগে লক্ষভ্রষ্ট হয়। আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী গুলির কোন ঘটনা সেখানে ঘটেনি দাবী করে জানান, তারা নেশা করে মাতলামি করছিল।

এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমানসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে । শনিবার গ্রেফতারকৃতদের মাদক মামলায় আদালতে সোর্পদ করা হয়েছে।

(বিএম/এএস/মার্চ ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test