E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খুলনায় দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের ধর্মঘট

২০১৬ মার্চ ০৬ ১২:১২:৪১
খুলনায় দ্বিতীয় দিনের মতো চলছে চিকিৎসকদের ধর্মঘট

খুলনা প্রতিনিধি :খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকদের ধর্মঘট রবিবার দ্বিতীয় দিনের মতো চলছে। তেরখাদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফএম অহিদুজ্জামনকে গ্রেপ্তারের দাবিতে শনিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার লাগাতার এ কর্মবিরতি শুরু হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান জানান, চেয়ারম্যান অহিদুজ্জামানকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

তেরখাদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডা. আব্দুল্লা হেল মামুনকে সোমবার ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলেন চেয়ারম্যান এফএম অহিদুজ্জামন। এ ঘটনায় ডা. মামুন বাদী হয়ে চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় মামলা করেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম জানান, অভিযুক্ত চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে তাদের এ ৪৮ ঘণ্টার ধর্মঘট।

খুলনা বিএমএ সভাপতি আরও জানান, ঘটনার পরপরই তেরখাদা থানায় অভিযুক্ত চেয়ারম্যানকে আসামি করে মামলা করা হয়। কিন্তু ৬ দিনেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। অভিযুক্ত চেয়ারম্যান গ্রেপ্তার হলেই তাদের এ ধর্মঘট স্থগিত করা হবে।
-



(ওএস/এস/ফেব্রুয়ারি০৬,২০১৬)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test