E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০১৬ মার্চ ০৮ ১৮:১০:২২
তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : অধিকার মর্যদায় নারী-পুরুষ সমানে সমান এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে র‌্যালি, ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ মনোয়ারা খাতুন মিনি।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহফুজা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন, রস্ক প্রকল্পের উপজেলা প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ খাইরুল ইসলাম, চলনবিল সাহিত্য সমন্বয় পরিষদের আহবায়ক ও নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হোসনে আরা পারভীন লাভলী, প্রভাষক মজির্না খাতুন, প্রভাষক নার্গিস আকতার শিল্পী ইউপি সদস্য সুফিয়া সুলতানা, সফল জয়তী মিনতি রানী বসাক, এনডিপি’র সমন্বয়নকারী মোঃ আব্দুল হালিম প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এনডিপি ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্ঠ সাংবাদিক ইত্তেফাক চলনবিল প্রতিনিধি মোঃ রুহুল আমিন ও বাল্যবিয়ে অস্বীকার করায় মোছাঃ সাথী খাতুনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

(এমএমএইচ/এএস/মার্চ ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test