E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার

২০১৬ মার্চ ০৯ ১৯:৪৮:৫২
উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি লরি জামালপুর জেলা সদরে পৌঁছালে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার এস আই সুব্রত দাস লড়িটি আটক করে লড়ির চালক সাইফুল ইসলামের কাছে কাগজপত্র দেখার নাম করে লরিসহ তাকে থানায় আটকে রাখার প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে ট্যাঙ্কলরি ও চালককে ছেড়ে দিলে এদিন বেলা ১টা থেকে তেল পরিবহন পুনরায় শুরু হয়।

উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক রমজান আলী সেখ অভিযোগ করেন তেলের চালান দেখার নামে জামালপুর সদর থানার এস আই সুব্রত দাস ট্যাঙ্কলরির চালক ও লরিটি আটক রেখে চালকের সাথে অসৌজন্য আচরণ এবং ভয়ভীতি দেখায়।এর প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। তিনি আরও জানান এই অচল পরিস্থিতি মোকাবেলার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নিজেই সিরাজগঞ্জ এবং জামালপুর জেলার পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে এই অচলাবস্থার দুর করেন।

এদিকে এ ঘটনার সত্যতা স্বীকার করে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান বর্তমানসময় ভরা সেচ মৌসুম হওয়ায় এ ঘটনা কাংখিত ছিলো না। সিরাজগঞ্জ এবং জামালপুর এবং উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় সমাধান করা সম্ভব হয়েছে



(এটিপি/এস/মার্চ০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test