E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ৫টি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

২০১৬ মার্চ ০৯ ২২:৫৯:২০
বগুড়ায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ৫টি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বিরোধি দলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর এর অনূকুলে বরাদ্দকৃত ২০ কোটি টাকার প্রথম কিস্তি ৫ কোটি টাকার মধ্যে সাবগ্রাম ইউনিয়নে ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে মোট ৫টি রাস্তা নির্মাণ হবে। এরমধ্যে ৪টি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সাবগ্রাম বাইপাস রেলক্রসিং-চকআলম ভায়া যোগেস মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা, উদ্দিরগোলা বাজার-মাদলা ইউপি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর।

এসময় তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। মানুষের কল্যাণের জন্য আমাদের রাজনীতি করতে হবে। জাতীয় পার্টি জনগনের কল্যাণের রাজনীতি করে। বগুড়া সদর উপজেলার যোগাযোগ ব্যস্থার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে রাস্তা মেরামতসহ নতুন রাস্তা নির্মাণ করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবু, সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্না, উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর হোসেন, জাপানেতা আলমগীর হোসেন, যুবনেতা মাকছুদ আলম, শরিফুল ইসলাম বাবু, ইউপি সদস্য যোগেসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে মঙ্গলবার সাবগ্রাম (চারমাথা) বগুড়া-গাবতলী ভায়া সাবগ্রাম পালপাড়া রাস্তা উন্নয়ন,চান্দুপাড়া-বগুড়া-সারিয়াকান্দি রাস্তা উন্নয়ন এবং সাবগ্রাম- চকধোনাই (করিম ভিটা)- দাঁড়াইল রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করেন এমপি ওমর।

রাস্তার উন্নয়ন কাজ এলজিইডি বগুড়া বাস্তবায়ন করছে। শুক্রবার নাটাই পাড়া থেকে ভাটকান্দি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হবে।


(এএসবি/এস/মার্চ০৯,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test