E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় ছিনতাইকারীর গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

২০১৪ জুন ০৩ ০৮:২৬:১৯
আশুলিয়ায় ছিনতাইকারীর গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় সাবেক এক সেনাসদস্যকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ব্যবসায়ী ইউসুফ (৪৫)।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি আশুলিয়ার গাজীরচট এলাকার স্থানীয় এএফএস সুপার মার্কেটের মুদি দোকানি ছিলেন।

ছিনতাইকারীর কবলে পড়া সাবেক সেনাসদস্য আব্দুর রাজ্জাক সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন। ছিনতাইকারীরা তার পায়ে গুলি করেছে।

প্রত্যক্ষদর্শী ও সাবেক সেনাসদস্যের পারিবারিক সূত্র জানায়, আব্দুর রাজ্জাক দুপুর ১২টার দিকে জামগড়া থেকে বাসায় যাচ্ছিলেন। আশুলিয়া থানার ২০০ গজ সামনে পৌঁছলে দুটি মোটরসাইকেলে চার যুবক তার পথরোধ করে। তার সঙ্গে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আব্দুর রাজ্জাকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে। এ সময় ওই এলাকার স্থানীয় এক ব্যবসায়ী ইউনুস মিয়ার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাধা দিলে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা ব্যবসায়ীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া ছিনতাইকারীর কবলে পড়া সাবেক সেনাসদস্যকে উদ্ধার করে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।

(ওএস/এইচআর/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test