E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০১৬ মার্চ ১০ ১৫:৪৫:৫৭
বগুড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: ছোট পরিবার ধারনার উন্মেষ, পুষ্টি,এএনসি, নিরাপদ প্রসব, পিএনসি ও নবজাতকের যতœ বিষয়ে জেলা পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহনে বগুড়ায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়া সিভিল সাজর্নের সভাকক্ষে অনুষ্ঠিত ক্যাম্পেইনের আয়োজন করে আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়া।

এতে বক্তারা বলেন, পরিবার ছোট রাখার বিষয় একসময় গ্রামাঞ্চলে সহজভাবে গ্রহন করা হতো না। তবে স্বাস্থ্য কর্মীদের প্রচেস্টায় মানুষের মাঝে পরিবর্তন এসেছে। শিক্ষার হার বৃদ্ধি হওয়ায় মানুষ সচেতন হয়েছে। পরিবার ছোট রাখার বিষয়ে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ব্যাপক সফলতা এসেছে। গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করতে স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে মানুষের গড় আয়ু বেড়েছে, পাশাপাশি মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমে গেছে। জনসংখ্যা নিয়ন্ত্রনসহ মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষ্যে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য গনমাধ্যম কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করার জন্য ক্যাম্পেইনে আহবান জানানো হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার উপপরিচালক ডা: আ.ফ.ম ওয়াজিউল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন ডা: অর্ধেন্দু দেব। বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি যাহেদুর রহমান যাদু, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বগুড়ার সহ: পরিচালক ডা: মতিয়ার রহমান, জেলার সিনিয়র তথ্য কমকর্তা মজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, দৈনিক উত্তরের খবর সম্পাদক আব্দুস সালাম বাবু, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহনেওয়াজ পারভীন, সদর মেডিকেল অফিসার ডা: আব্দুল মান্নান প্রমুখ।






(এএস/বিএস/ফেব্রুয়ারি ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test