E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে এনজিও কর্মকর্তা উধাও!

২০১৬ মার্চ ১৪ ১২:০১:৫৭
ধামইরহাটে ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে এনজিও কর্মকর্তা উধাও!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ‘ওয়ার্ল্ড ব্যাংক ও ইউনিসেফ’ নামে একটি এনজিওর কর্মকর্তা উধাও হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক পরিবারের নিকট থেকে এই টাকাটি হাতিয়ে নেয়া হয় । ভুক্তভোগী ওইসব পরিবারের সদস্যরা এখন দিশেহারা হয়ে পড়েছে।

এনজিও কর্মী রোকসানা, ফারজানা ও পূর্ণিমাসহ প্রায় ৯ জন স্থানীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত অভিযোগে জানান, পার্শ্ববর্তী জয়পুরহাট সদরের পশ্চিম পেচুলিয়া (বিল্লাহ) গ্রামের জয়নাল আবেদিনের পুত্র নাজমুল ইসলাম (৩৫) ওয়ার্ল্ড ব্যাংক ও ইউনিসেফের অর্থায়নে নাম সর্বস্ব একটি এনজিও খুলে তাদের চাকরিতে নিয়োগ দেন। সেখানে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা মুল্যের নতুন স্যানিটারী পায়খানা মাত্র ৬ হাজার টাকায় স্থাপন করার আশ্বাস দিয়ে ওই এনজিওর কর্মীদের দিয়ে উপজেলার উমার, আলমপুর, খেলনা, আগ্রাদ্বিগুন, জাহানপুর, ধামইরহাট, আড়ানগর ও পতœীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ শতাধিক পরিবারের নিকট থেকে ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। সেই টাকা অভিযুক্ত নাজমুল হোসেন তার মা-বাবার নামে ব্যাংকে হিসাব খুলে সেখানে রীতিমত টাকা জমিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত এনজিওর ম্যানেজার নাজমুল হোসেন (৩৫) ঘটনার সত্যতা ও তার এনজিওর অবৈধতার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি কিছু পরিবারে স্যানিটারী ল্যাট্রিন দিয়েছি। বাকী সব পরিবারে আমি পর্যায়ক্রমে ল্যাট্রিন স্থাপন করব। ওই এনজিওর কথিত এরিয়া ম্যানেজার ভাসানী আলম রানা এসব অবৈধ কর্মকান্ডে কখনো কখনো অডিট করতে যান বলে অভিযোগ করেছেন কর্মীরা।

এদিকে উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনদের কাছ থেকে টাকা আদায়কারী মাঠ কর্মীরা এখন প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। শুধু তাই নয়, অভিযুক্ত নাজমুল হোসেন উপজেলার বিভিন্ন ইটভাটা, স্যানিটারী ও রড-সিমেন্টের দোকান থেকে ওয়ার্ল্ড ব্যাংক ও ইউনিসেফের নাম ব্যবহার করে প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল বাকীতে ক্রয় করে চম্পট দিয়েছেন। ঘটনাটি এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।




(বিএম/এস/মার্চ১৪,২০১৬

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test