E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়ামতপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা

২০১৬ মার্চ ১৪ ১৭:০২:৪৪
নিয়ামতপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা

নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।

নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভায় উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও রেজা হাসান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, নওগাঁ জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ একেএম ওবাইদুল হক।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিগত সরকারগুলো নিয়ামতপুরে যা করেছে বর্তমান আওয়ামীলীগ সরকার মাত্র ৭ বছরে তার চেয়ে অনেক বেশী উন্নয়ন করেছে। আওয়ামীলীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। এখন আর বিদ্যুতের লোড শেডিং হয় না। যদি কখনও বিদ্যুৎ যায় তাহলে যান্ত্রিক ত্রুটির কারণে। চাহিদার তুলনায় বেশী উৎপাদন হচ্ছে। কৃষি খাত, শিক্ষা খাত, আইটি সেক্টর, আর্থ সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য এমন কোন খাত নেই যেখানে আওয়ামীলীগ সরকার সফলতার সঙ্গে উন্নয়ন করেনি। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। ৪১ সাল নাগাদ উন্নত রাষ্ট্রে পরিনত হবে এই বাংলাদেশ। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলী মতিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রেজাউল করিম, উপসহকারী প্রকৌশলী বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবেদ হোসেন মিলন, রসলপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক, চন্দননগর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, টিকরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

(বিএম/এএস/মার্চ ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test