E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০১৬ মার্চ ১৪ ১৮:৪৯:৪০
মুক্তাগাছায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন মুক্তাগাছায় বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত । আজ সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লীরা তরফদার।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি- এর জেনারেল ম্যানেজার ( জিএম)আব্দুর রশিদ মৃধা জানান, ভ্রাম্যমাণ আদালত ৯জন খেলাপী গ্রাহকের নিকট থেকে বকেয়া ১লাখ ৬ হাজার ৮শ’ ৪৮ টাকা আদায় করেন ।

এ সময় ২লাখ ১৯ হাজার ৯শ’ ৬১ হাজার বকেয়া পরিশোধ না করায় ১১ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ৪ জনের নিকট থেকে ৫শ’ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় ।জিএম আরো জানান, ৫ কোটিরও অধিক টাকা বকেয়া আদায়ে সমিতি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখতে উপজেলা সমন্বয় পরিষদে আবেদন করেছেন ।

(এমডি/এএস/মার্চ ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test