E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫০

২০১৬ মার্চ ১৪ ২১:৩০:৫৬
গৌরীপুরে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫০

গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদরের ঝলমল সিনেমা হল মোড়ে সোমবার(১৪মার্চ) দুপুরে ২নং গৌরীপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হযরত আলী ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মাঝে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসময় বেশ কিছু দোকান পাট ভাংচুর করা হয়। সংঘর্ষকালে গুরুতর আহত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পুত্র মোস্তফা কামালকে(৩২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের মাঝে আহত কোনাপাড়া গ্রামের খায়রুল ইসলাম (২২), আবুল কাশেম (৪৫), ইব্রাহীম (২৮), বায়রাউড়া গ্রামের সাইদুর রহমান (২৮) হাটশিরা গ্রামের কামরুল ইসলাম (২৫), শালিহর গ্রামের রাশিদ মিয়া(৪৫) গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরীপুর উপজেলায় ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সোমবার দুপুরে প্রতিক বরাদ্ধ শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শোডাউন করে যাওয়ার সময় উল্লেখিত স্থানে বিদ্রোহী প্রার্থীর শোডাউনের সাথে মুখোমুখী হলে সংঘর্ষ বাঁধে। এসময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষপের ঘটনা ঘটে।

পরে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এর কিছুক্ষণ পরেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা লাঠিসোটা নিয়ে শহরে প্রতিবাদ মিছিল করে। বর্তমানে দু’গ্রুপের মাঝেই উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


(এসআইএম/এস/মার্চ১৪,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test