E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

২০১৬ মার্চ ১৫ ১৮:৪৯:৪৮
শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশু আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌরশহরের শক্তিপুর মহল্লায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। এ ঘটনায় শিশুটির ডান হাতের চারটি আঙ্গুল উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নাম হাসু মিয়া (২), সে একই এলাকার মনির মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের শক্তিপুর এলাকায় হাসু তার মায়ের সঙ্গে বাড়ির পাশে গাছের পাতা কুড়াচ্ছিল। এমন সময় পাতার মধ্যে পড়ে থাকা একটি ছোট ককটেল সদৃশ কৌটা পেয়ে হাতে নিয়ে খেলা করতে থাকে। আকস্মিক ভাবে কৌটাটি হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাতের ৪টি আঙ্গুল উড়ে যায়, হাতের কিছু অংশ ঝলসে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষ্ফোরিত আলামত সংগ্রহ করা হয়।

শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মাহমুদা খাতুন জানান, শিশুটির ডান হাতের আঙ্গুল গুলো মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(এসএস/এএস/মার্চ ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test