E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদা না দেওয়ায় এলজিইডির দুই কার্যসহকারীকে পিটিয়ে জখম

২০১৬ মার্চ ১৫ ১৮:৫২:০৬
চাঁদা না দেওয়ায় এলজিইডির দুই কার্যসহকারীকে পিটিয়ে জখম

সিরাজগঞ্জ প্রতিনিধি : চাঁদা চেয়ে না পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্থানীয়সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের দুই কার্যসহকারীকে পিটিয়ে জখম করা হয়েছে।

এ ঘটনায় শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তারসহ চারজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় চাদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ কালিপাড়া গ্রামে।
আসামীগন হলো গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার, আশরাফুল ইসলাম, বুলবুল আহমেদ ও আলম মিয়া।

থানায় দায়ের করা মামলা ও এলজিইডি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের কালিপাড়া এলাকায় এলজিইডি অধীন একটি সড়কের মেরামত কাজ চলছিল। সোমবার বিকালে গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তারের নেতৃত্বে চার জনের একটি দল কর্মরত কার্যসহকারী মোজাফ্ফর আহমদ ও রেজাউল ইসলাম এর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা দুজনের উপর চড়াও হয়। তাদেরকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় মোজাফ্ফর আহমদকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত রেজাউল ইসলামকেও হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

এবিষয়ে সেলিম আক্তার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেন কাজের মান খারাপ হচ্ছে এই বিষয়ে জিজ্ঞাসা করলে আমার ছোট ভাই বলবুলের সঙ্গে মোজাফ্ফরের কথাকাটি কাটি হয়। এক পর্যায়ে মোজাফ্ফর বুলবুলকে ঘুষি মারে। পরে উভয়ের মধ্যে ধাক্কা ধাক্কি হয়। খবর শোনার পর ঘটনাস্থলে আমি যাই। এখানে কোন চাঁদা চাওয়ার কোন প্রশ্নই উঠেনা।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম মোফাজ্জল হোসেন জানান, বিষয়টি শুনেছি। এ ঘটনায় মামলা দায়ের করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কার্যসহকারী রেজাউল ইসলাম বাদি হয়ে চাঁদাবাজী সরকারি কাজে বাধাদানের অভিযোগে চারজনকে একটি মামলা দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(এসএস/এএস/মার্চ ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test