E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে জনকল্যান সংস্থা লাপাত্তা

২০১৬ মার্চ ১৬ ১১:২৯:২৫
লোহাগড়ায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে জনকল্যান সংস্থা লাপাত্তা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের তিনটি গ্রাম থেকে ঋণ দেওয়ার নাম করে সঞ্চয়ের দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে একটি জনকল্যান সংস্থা নামের একটি এনজিও।

ক্ষতিগ্রস্থ এড়েন্দা গ্রামের নজির গাইন জানান, জনকল্যান সংস্থা, যার রেজি নং- ৫৭০/১৯৯০ নামের ওই এনজিও’র ৮ জন কর্মকর্তা সম্প্রতি এড়েন্দা গ্রামের আসাদ শেখের বাড়ি ভাড়া নিয়ে সাইন বোর্ড টানিয়ে ঋণ কার্যক্রম শুরু করে। ওই কর্মকর্তারা এড়েন্দা, গিলাতলা ও ইশানগাতি গ্রামের ২৮ জন মানুষের কাছ থেকে জনপ্রতি সঞ্চয়ের দুই থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর গত সোমবার (১৪ মার্চ) ঋণ দেওয়ার কথা থাকলেও ওই দিন দুপুরে তারা এড়েন্দা গ্রামের নজির গাইনের একটি ৮০সি সি ডায়াং মোটরসাইকেল নিয়ে পালিয়ে চলে গেছে। ওই দিন বিকালে ক্ষতিগ্রস্থ মানুষজন ঋণের টাকা তোলার জন্য অফিসে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থ মানুষজন লোহাগড়া থানাকে বিষয়টি অবগত করেছেন।



(আরএম/এস/মার্চ১৬,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test