E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রশাসকদের নির্দেশ

২০১৪ জুন ০৩ ১৪:০৯:৪৭
অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রশাসকদের নির্দেশ

স্টাফ রিপোর্টার : সড়ক মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ অপ্রচলিত ও অবৈধ যানবাহন চলাচল বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ পাঠানো হয়েছে যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ সড়ক জোন কার্যালয় এবং জামালপুর সড়ক সার্কেলের অফিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী আরও জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ও স্বচ্ছন্দ করতে দ্রুত সময়ের মধ্যে এসব অপ্রচলিত যানবাহন ছাড়াও অবৈধ স্থাপনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী মার্চের মধ্যেই জয়দেবপুর-ময়মনসিংহ চারলেনের কাজ সম্পন্ন হবে।

মন্ত্রী বলেন, এখনই মহাসড়কের অবৈধ যানবাহন বন্ধ করতে না পারলে আগামীতে সমস্যা হবে জনগণের। কোনো দুর্ঘটনা ঘটলে জনগণের ভোগান্তি বাড়বে। মহাসড়ক থেকে তুলে নিয়ে এসব যানবাহন ছোট সড়কে চলাচলের ব্যবস্থা করতেও তিনি নির্দেশ দেন।

যোগাযোগমন্ত্রী আরো বলেন, দেশে ১০ টি সড়ক অঞ্চল এবং ২১টি সড়ক সার্কেল অফিস স্থাপন করা হয়েছে। এসব অফিসের মাধ্যমে জনগণ আরো বেশি সেবা পাবেন।

(ওএস/এটিআর/জুন ০৩, ২০১৪

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test