E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় ৭ দিনব্যাপী হরিণাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু

২০১৬ মার্চ ১৮ ১৬:২৯:৪২
মুক্তাগাছায় ৭ দিনব্যাপী হরিণাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা শহরের ৫৬ প্রহর মাঠে ৭ দিনব্যাপী হরিণাম মহাযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার অরুনোদয় হতে শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা কীর্তনীয়ার দল । ৫৬ প্রহর মাঠ ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহা জানান, মুক্তাগাছা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাটের রাধা গোবিন্দ, প্রভুপাদ, গোবিন্দ মন্দির, মা সারদা, আদি রাধা, গোপাল মন্দির ও আনন্দ মোহন সম্প্রদায়ের শিল্পীবৃন্দ মহানাম সুধা পরিবেশন করবেন। অষ্টকালীন লীলা কীর্ত্তন পরিবেশন করবেন পাবনা, মুক্তাগাছা , তাতী বাজার, ঢাকা ও যশোরের অধ্যাপক মিহির ঘোষ, প্রকৌশলী জীবন দাস, প্রিতম মন্ডল ও কৃষ্ণা পাল । ২৫ মার্চ অনুষ্ঠিত হবে, নগর পরিক্রমা, মহন্ত বিদায় ও সাধারণ সভা ।

(এমডি/এএস/মার্চ ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test