E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে আবারো ডাকাতি

২০১৬ মার্চ ১৮ ১৬:৪৪:২৯
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে আবারো ডাকাতি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জে একদিকে জুয়ার আসর চলছে। অন্যদিকে উপজেলা জুড়ে একের পর এক ডাকাতি অব্যাহত রয়েছে। চলতি মাসে জকিগঞ্জে ৫ দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘঠেছে। কিন্তু এখনো পুলিশ মালামাল উদ্ধার ও জড়িত কাউকে আটক করতে পারেনি।

বৃহষ্পতিবার গভীর রাতে রতনগঞ্জ বাজার এলাকার কাজলসার গ্রামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গৃহকর্তা হোসেন আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, ৮ জনের মুখোশ পরা ডাকাতদল ঘরের ছিটকারী ভেঙ্গে ঘরে ঢুকে পিস্তল ধরে মারধর করে আলমারীর চাবি নিয়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও ৩ টি মোবাইল সেট নিয়ে যায়।

এ সময় ডাকতদের মারধরে গৃহকর্তা হোসেন আহমদ চৌধুরী অজ্ঞান হলে ডাকাদল পানি খাইয়ে বাঁচানোর চেষ্টা করে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত একমাসে এ ইউপির ৩ প্রবাসাীর বাড়ীতে ডাকাতির ঘটনায় প্রবাসীরা আতংকে রয়েছেন। এসব ডাকাতির ঘটনায় জকিগঞ্জ থানায় কোন মামলা রেকর্ড হয়নি। ভোক্তভোগীরা পুলিশী হয়রাণীর কারণে মামলা দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান জানান, পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে। ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় মানিকপুর ও কাজলাসার ইউপির সর্বস্তরের জনতার উদ্দ্যোগে স্থানীয় রতনগঞ্জ বাজারে ডাকাতির প্রতিকার চেয়ে সভা করেছে স্থানীয় জনতা।

(ওএস/এএস/মার্চ ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test