E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে হাইকোর্টের আদেশ অমান্য করে চলছে ইটভাটার কাজ

২০১৬ মার্চ ১৮ ১৬:৫২:৫৩
কালকিনিতে হাইকোর্টের আদেশ অমান্য করে চলছে ইটভাটার কাজ

মাদারীপুর প্রতিনিধি : হাইকোর্টের আদেশ অমান্য করে চলছে ইটভাটায় ইট তৈরির কাজ। ভ্রাম্যমাণ আদালত সকালে বন্ধ করলেও বিকেলে থেকেই মালিক পক্ষের ফের ইটভাটার চুল্লিতে আগুন জ্বালিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে।

স্থানীয়দের অভিযোগসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী গ্রামের আবাসিক নিষিদ্ধ সীমানার মধ্যে প্রায় ২২ একর কৃষি জমিতে নির্মিত ও পরিচালিত “এইচ বি এম ব্রিক্স” নামক ইটভাটার বিরুদ্ধে বেলা সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে গত ১৫ ডিসেম্বর, ২০১৪ তারিখে একটি রিট মামলা (নং ১২১৭৮/২০১৪) দায়ের করে।

হাইকোর্টের আদেশ অমান্য করে ইট পোড়ানো কার্যক্রম চালু রাখলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র প্রধান নির্বাহী সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে গত ২ মার্চ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা, মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইটভাটার মালিক মো. হাজী আদম আলী হাওলাদারকে নোটিশ প্রদান করেছেন।

৬ মার্চ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় মামলার পরবর্তি কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানা গেছে।

মাদারীপুর জেলা প্রশাসক নোটিশ পেয়ে ৭ মার্চ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকাল ১১টার সময় ইটভাটা বন্ধ করে দেয়। ইটভাটা বন্ধ করার কয়েক ঘন্টার পর একইদিন বিকেল ৫টায় ফের ইটভাটাটিতে আগুন জ্বালিয়ে ইটপোড়ানো শুরু করে। বর্তমানেও ঐ ইটভাটাতে ইট তৈরির কাজ চলছে।

মো. সিরাজ চৌধুরী, সাইদ সরদার, মোক্তার হোসেন, কাবিলসহ শতাধিক গ্রামবাসী অভিযোগে জানান, ৭ মার্চ সকালে মাদারীপুর থেকে ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ইটভাটাটি বন্ধ করে দেয়। পরে ঐ দিন বিকেলে মালিক আদম আলীর হুকুমে ফের ইটভাটায় আগুন জ্বালিয়ে পুরোদমে কাজ চলছে। এভাবে হাইকোর্টের আদেশ অমান্য করে বার বার ইটভাটার কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে আমরা গ্রামবাসী অসহায় হয়ে পরেছি। ক্ষতমার অপ-ব্যবহার করে সাধারণ মানুষতে আর কত জ্বলাবে। মানুষের শেষ ঠিকানা আদালত। সেই আদালতের আদেশ যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে আর কার কাছে যাব।

মাদারীপুর জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন, আমরা আইনবিদ সমিতির (বেলা) নোটিশ পেয়ে এইচবিএম ব্রিক্স নামের ইটভাটাটি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বন্ধ করে দিয়েছি। এরপরও যদি তারা ইটভাটায় ইট পোড়ায়, তাহলে হাইকোর্ট থেকে উচ্ছেদের আদেশ নিয়ে আমি নিজে গিয়ে ভেঙ্গে দিব।

এইচবিএম ব্রিক্স ইটভাটার মালিক আদম আলী হাওলাদারের মোবাইলে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য দেয়া সম্ভব হলোনা।

(এসএএস/এএস/মার্চ ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test