E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় জমি নিয়ে বিরোধে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

২০১৬ মার্চ ১৮ ২০:৩৭:৩৪
নওগাঁয় জমি নিয়ে বিরোধে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

নওগাঁ প্রতিনিধি :নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকুপা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ, ভাংচুর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জসিম উদ্দিন(৬৫), জসিম উদ্দিনের মেয়ে আদরী(৩০) ও তার ছেলে সজিব(২২) মারাত্বকভাবে আহত হয়। তারা চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার রাতে আহতের ছেলে সজিব নওগাঁ সদর থানায় অভিযোগ করেছে।

জসিম উদ্দিনের ছোট ছেলে সজিবের জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমরা নিরাপত্তা ও গাছ লাগানোর জন্য আমাদের বাড়ির সামনে নিজ জমিতে বেড়া দিচ্ছিলাম। এ সময় হঠাৎ আমাদের প্রতিবেশী খোকন আলীর ছেলে শাহিন ও রাহিন তাদের বাড়ি যাবার রাস্তা বেড়া দেয়া হচ্ছে অভিযোগে বেড়াটি ভেঙ্গে দেয়। আমার বাবা তাদের বাধা দিলে তারা আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে খোকন আলীর ছেলে শাহিন, রাহিন, আফতাব মন্ডলের ছেলে নজরুল এবং পার্শ্ববর্তী চকরামকানু গ্রামের বদিরুজ্জামানের ছেলে জাহিদুল ও সায়েদ আলী লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমার বাবা ও আমার বড় বোন আদরি ও আমি মারাত্বকভাবে আহত অবস্থায় নওগাঁ সদর ভর্তি হই। এই সুযোগে ওইদিন বিকেলে রাহিন ও শাহিনরা সংঘবদ্ধ হয়ে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে আমাদের বাড়ির শোবার ঘরসহ ৩টি ঘর ভস্মিভূত হয়ে যায় ও ১টি ছাগল পুড়ে মারা যায়। আর বাড়িতে থাকা বিভিন্ন আসবাব ও দলিলপত্রসহ আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলামের বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(বিএম/এস/মার্চ১৮,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test