E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমেদপুর ইউপি নির্বাচনে আনারস-ই লাঙ্গল, লাঙ্গল-ই আনারস!

২০১৬ মার্চ ১৯ ১৩:১৭:০৯
কুমেদপুর ইউপি নির্বাচনে আনারস-ই লাঙ্গল, লাঙ্গল-ই আনারস!

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:পীরগঞ্জে ইউপি নির্বাচনে জাপার মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের প্রার্থীকে সমর্থন দেয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ইউিনিয়নটির জাপার নেতাকর্মী ও সমর্থকরা। এ ঘটনায় গত শুক্রবার রাতে উপজেলা জাপা নেতৃবৃন্দ কুমেদপুর ইউনিয়নের কুমেদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক কর্মী সভায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়েছে। অনেকেই বলছেন আনারস’ই লাঙ্গল। লাঙ্গল’ই আনারস।

ইউনিয়নটিতে জাপার মাঝে আনারস প্রতীক যেন সবেধন নীলমনি।

জানা গেছে, আগামী ৩১ মার্চ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন হবে। এতে জাপা ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়ন দেয়। গত ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলেও ১৭ মার্চ কুমেদপুর ইউপি’র জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আওয়ামীলীগ প্রার্থী (নৌকা প্রতীক)) চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোশফাক হোসেন চৌধুরী ফুয়াদকে সমর্থন দেয়। এতে ইউনিয়নটির জাপা নেতৃবৃন্দ ক্ষোভে ফুঁসে উঠে শুক্রবার রাতে কুমেদপুর বাজারে এক কর্মী সভার আয়োজন করলে সেখানে উপজেলা নেতৃবৃন্দও উপস্থিত হয়।

সভায় জাপা নেতা হাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা জাপার সাধারন সম্পাদক নুর আলম যাদু, সহ-সভাপতি আলহাজ্ব নোমান ইকবাল খসরু, যুগ্ম সম্পাদক জাইদুল ইসলাম ও আলমগীর হোসেন, জাপা নেতা শাহজাহান আলী প্রধান, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক লাল, আলম মিয়া সহ আরও অনেকে।

এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরাও উপস্থিত ছিল। কর্মী সভার পর ওই ইউনিয়নের জাপার কর্মী-সমর্থক-ভোটারদের মাঝে যেন আনারস প্রতীক এখন সবেধন নীলমনি। আনারস’ই লাঙ্গল। লাঙ্গল’ই আনারস বলে উপজেলা জাপার সাধারণ সম্পাদক নুর আলম যাদু সভায় জানান।

তিনি আরও জানান- সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ ভালবেসে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মকবুলকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু এই বিশ্বাস ঘাতক বেঈমানী করায় আমরা আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য সমর্থন দিলাম।


(জিকেবি/এস/মার্চ১৯,২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test