E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে স্বাধীনতার মাসে ভিনদেশি পতাকায় সয়লাব

২০১৬ মার্চ ১৯ ১৬:১২:০২
গৌরীপুরে স্বাধীনতার মাসে ভিনদেশি পতাকায় সয়লাব

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে মহান স্বাধীনতার মাসে ইংল্যান্ডের পতাকায় সয়লাব দোকানপাট ও অলিগলি। এ মাসে ভিনদেশী এই পতাকা লাগিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও লাল-সবুজ খচিত পতাকাকে অপমান করা হয়েছে উল্লেখ করে ৭২ঘন্টার মধ্যে এসব পতাকা অপসারণের দাবি জানায়েছেন বিক্ষুব্ধ জনতা ও মুক্তিযোদ্ধারা।

সর্বত্র ইংল্যান্ডের পতাকা লাগানোর তীব্র নিন্দা জানিয়ে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার বলেন, বৃটিশদের ২শ বছরের গোলামীর শিকল ভেঙ্গে ৯মাসের সশস্ত্র যুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার প্রিয় লাল-সবুজের পতাকাকে অপমান করার অধিকার কোন কোম্পানীর নেই। গৌরীপুর ঘাতক দালাল নির্মুল কমিটির সদস্য সচিব মজিবুর রহমান ফকির বলেন, ৭২ঘন্টার মধ্যে এসব পতাকা অপসারণ না হলে প্রশাসনের ছত্রছায়ায় লাগানো পতাকা অপসারণের দাবিতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার আব্দুর রহিম এ ঘটনার খবর পেয়ে শনিবার (১৯ মার্চ) তাৎক্ষনিক হারুন পার্ক, পাটবাজার এলাকায় লাগানো ইংল্যা-ের পতাকা স্ব-স্ব দোকানীদের মাধ্যমে তুলে ফেলেন। তিনি বলেন, যে কোম্পানিই এ পতাকা লাগিয়ে থাক ওরা দেশদ্রোহী।

বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী শফিকুল ইসলাম মিন্টু বলেন, ভিনদেশী পতাকার মাধ্যমে একটি সিগারেট কোম্পানী তাদের সিগারেটের প্রচার চালাচ্ছে। তামাক ও তামাকজাত দ্রব্যের প্রচার নিষিদ্ধ থাকার পর কৌশলে অন্য দেশের পতাকার মাধ্যমে এসব পন্যের প্রচার যেমন অবৈধ, তেমনি ভিনদেশী পতাকা ব্যবহার করাটাও অন্যায়। এই কোম্পানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

পাটবাজারের বাবুল মিয়া জানান, বন্ধ দোকানে কে বা কারা এ পতাকা লাগিয়েছে, তিনি কিছুই জানেন না। দোকানী আব্দুল হাই, সুরুজ আলী ও আব্দুস সালাম জানান, ঢাকা টোব্যাকো এসব পতাকা লাগানো ও টি-সার্ট বিতরণ করছে। বাংলাদেশ তামাক বিরোধ জোটের অনন্যা রহমান জানান, তামাক নিয়ন্ত্রণ আইন লংঘন করে প্রচারণায় নেমেছে ঢাকা টোব্যাকো। ব্রিটিশ পতাকা সম্বলিত টি-সার্ট পরিহিত যুবদের মাধ্যমে ব্রাইটন নামে একটি সিগারেটের প্রচারণায় এ পতাকা লাগাচ্ছে।

জনস্বার্থে প্রণীত রাষ্ট্রের আইন লংঘণ করে তামাক কোম্পানীগুলোর এধরনের প্রচারণা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে স্থানীয় তামাক বিরোধী সংগঠন সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন জানান, ৭২ঘন্টার মধ্যে তামাক কোম্পানী অবৈধ প্রচারণা বন্ধসহ স্বাধীনতার মাসে ভিনদের পতাকা অবিলম্বে অপসারণের দাবি জানান।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, তদন্তপুর্বক এসব পতাকা অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে।

(এসআইএম/এস/মার্চ১৯,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test