E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষাবিদদের সঙ্গে বসছেন নাহিদ

২০১৪ জুন ০৩ ১৫:৫৯:৫৩
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষাবিদদের সঙ্গে বসছেন নাহিদ

স্টাফ রিপোর্টার : প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ১১ জনু দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার শিক্ষামন্ত্রণালয় থেকে এ ধরনের একটি দাওয়াতপত্র পাঠানো হয়েছে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে উপ-প্রধান তথ্যকর্মকর্তা সুবোধ চন্দ্রধালী।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়ন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

শিক্ষামন্ত্রণালয় থেকে যেসব শিক্ষাবিদকে দাওয়াপত্র দেয়া হয়েছে তারা হলেন, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক ড, আনিসুজ্জামান, অ্ধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক অজয় রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চায় ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, অধ্যাপক মেজবাহ উদ্দিন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, এম এম আকাশ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ড. মুনতাসির মামুন, প্রফেসর ড. হারুণ-অর-রশিদ, অধ্যাপক রেহমান সোবহান, ড. খলিকুজ্জামান, সেলিনা হোসেন, ড, ওয়াহিদউদ্দিন, ড. মুহাম্মদ ইব্রাহীমসহ প্রায় ৬০ জন।

প্রসঙ্গত, সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে বেশ কয়েকবার।শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও গবেষক অধ্যাপক জাফর ইকবাল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পত্রত্যাগের দাবি করে আসছেন। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব বিশিষ্টজনের সঙ্গে আলোচনায় বসছেন বলে জানা গেছে।

(ওএস/এটিআর/জুন ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test