E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে ভোটের আগে ভোট

২০১৬ মার্চ ১৯ ২১:৩১:১৯
শাহজাদপুরে ভোটের আগে ভোট

শাহজাদপুর প্রতিনিধি :ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইএ তৃণমুল নেতাদের ভোটের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ করে ব্যালট পেপারে সিল দিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা রবীন্দ্র কাছারী বাড়িতে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৩ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মাঝে দলীয় ফরম বিতরণ ও জমা নেয়া হয়। এতে প্রতিটি ইউনিয়নেই একাধিক প্রার্থী হওয়ায় এ্কক প্রার্থী নির্ধারণে এই ভোটের আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ভোটার সংশোধনী নিয়ে জটিলতার কারণে হাবিবুল্লাহ নগর এবং পোরজনা ইউনিয়নের নির্বাচন প্রায় দেড় বছর আগেই অনুষ্ঠিত হওয়ায় এখনও পাঁচ বছর অতিক্রম করেনি।

বাকি ১১ টির মধ্যে খুকনি ও জালালপুর ইউনিয়ন চৌহালী উপজেলার এনায়েতপুর থানা কমিটির অর্ন্তভুক্ত। কৈজুরি ইউনিয়নের নির্বাচন ৬ষ্ঠ ধাপে চলে যাওয়ার কারনে চতুর্থ ধাপে আগামী ৭মে ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন গুলি হলো কায়েমপুর, গাড়াদহ, পোতাজিয়া, রুপবাটি, গালা, সোনাতনী, বেলতৈল ও নরিনা। এসব ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে একাধিক প্রার্থী আবেদন করায় এ ভোটের মাধ্যমে একক প্রার্থী বাছাইয়ে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী সবার মাঝে মার্কা সম্বলিত প্রতীকও বরাদ্দ দেয়া হয়। স্ব স্ব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ মোট ৮৩জন সদস্যমিলে প্রায় সাড়ে ৬শত ভোটার ভোট প্রদান করেন।

আটটি এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩৮জন প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রত্যেক ইউনিয়নের জন্য একটি করে বুথ দুজন করে পোলিং অফিসার নিযুক্ত করা হয়। ব্যালট বাক্সে ছাপানো ব্যালট পেপারে ভোট গ্রহন করা হয়। সবকিছুই সরকারি নির্বাচন অনুযায়ী করা হয়।

জেলা উপজেলা আওয়ামীলীগৈর নেতৃবৃন্দ সর্বক্ষণ এই ভোট পক্রিয়া পর্যবেক্ষণ করেন।

প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েমপুর ইউনিয়নে এস এম হাসিবুল হক ওরফে হাসান (চেয়ার), গাড়াদহ ইউনিয়নের সাইফুল ইসলাম (গরুরগাড়ি), পোতাজিয়া ইউনিয়নে মোহাম্মদ আলী বেপারী (চেয়ার), নরিনা ইউনিয়নে ফজলুল হক ( ছাতা), বেলতৈল ইউনিয়নে ফেরদৌস হোসেন ওরফে ফুল (মোরগ), সোনাতনী ইউনিয়নে লুৎফর রহমান (চেয়ার), গালা ইউনিয়নের আব্দুল বাতেন (ছাতা), রুপবাটি ইউনিয়নে রফিকুল ইসলাম শিকদার (গরুর গাড়ি)।

ভোট গ্রহণের সময় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিবুর রহমান ওরফে স্বপন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস, সাবেক সাংসদ চয়ন ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের আর্ন্তজার্তিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক ওরফে মিরুসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।

নির্বাচন সমন্বয়ক স্থানীয় সাংসদ হাসিবুর রহমান বলেন, স্বচ্ছতার কারণে একাধিক প্রার্থীদের মধ্য থেকে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হয়েছে। এই ভোটে যে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাকেই আমরা দলীয় ভাবে চুড়ান্ত করে দলীয় মনোনয়ন পেতে আমাদের মতামতসহ জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে পাঠানো হবে।

এই নির্বাচন সুষ্ঠ ও স্বচ্ছ হয়েছে। যারা পরাজিত হয়েছেন তারাও আওয়ামীলীগের নেতাকর্মী। তাই সবাইকে একজোট হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ের লক্ষে কাজ করতে হবে।


(এটিপি/এস/মার্চ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test