E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

২০১৬ মার্চ ২০ ১০:৪০:৩০
পাবনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি :পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। ইউনিয়নের সিদ্দিকের মোড়ে শনিবার রাতের এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন বলে জানান বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন। নিহত গহের উদ্দিন ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান উদ্দিন মণ্ডলের ছেলে।

সহকারী পুলিশ সুপার জাকির বলেন, রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কোরবান আলী ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মণ্ডলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ চারজনকে আমরা বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের কয়েকজন জানান, বন্দুকযুদ্ধে দুইপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর আগে দুই গ্রুপের মধ্যে একাধিকবার হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই জের ধরে শনিবার রাতে মিরপুর গ্রামে দুই পক্ষের সমর্থকরা ভোট চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গহের মণ্ডল ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত ৪ জন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


(ওএস/এস/মার্চ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test