E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবগঞ্জে প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময়

২০১৬ মার্চ ২০ ১৯:১৬:২৬
শিবগঞ্জে প্রার্থীদের সাথে প্রশাসনের মত বিনিময়

বগুড়া প্রতিনিধি:  আগামী ৩১ মার্চ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সঙ্গে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ এসএম আহসান হাবীব, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল, উপজেলা প্রকৌশলী সামছুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ আহম্মেদ। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল করিম, সামছুল হক, আব্দুল গফুর, শরিফুল ইসলাম সরকার, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম শফিক, আলতাফ হোসেন, আফসার আলী, গোলাম সারোয়ার মান্নান, বেলাল হোসেন, শাজাহান চৌধুরী, মেম্বারপ্রার্থী আবুল কালাম, আব্দুল মতিন, ইমরান হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বারপ্রার্থী হোসনে আরা প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১১৫টি ভোট কেন্দ্রেই পর্যাপ্ত পরিমান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের দিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালিত করা হবে। ভোট কারচুপি করে নির্বাচিত হওয়ার প্রচেস্টা কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনে যেকোন অনিয়ম প্রতিরোধ প্রশাসন সদা সতর্ক থাকবে। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন শৃঙ্খলার উর্দ্ধে কেউ নয়। আইনের প্রতি আস্থা রাখুন, আচরণ বিধি লঙ্ঘন মূলক কোন কাজ যেন আপনাদের দ্বারা না হয়। প্রচার-প্রচারণায় নির্বাচনী বিধি মোতাবেক অংশগ্রহণ করুন।


(এএসবি/এস/মার্চ২০,২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test