E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় মাদ্রাসার শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

২০১৬ মার্চ ২১ ১৪:১৫:১৪
লোহাগড়ায় মাদ্রাসার শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কওমী মহিলা মাদ্রাসার দুইজন ছাত্রীকে অপহরণ করেছে ওই মাদ্রাসার শিক্ষিকা ফাতেমা খানম। পুলিশ অপহরনের হোতা শিক্ষিকাসহ অপহৃত দুজন ছাত্রীকে ঢাকার মানিকগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।    

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউপি’র গোবিন্দপুর গ্রামের খাদিজাতুন কোবরা মহিলা কওমী মাদ্রাসার শিক্ষিকা ফাতেমা খানম কৌশলে ফুসলিয়ে ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী একই উপজেলার ইতনা মধ্যপাড়ার সেকেন্দার ভুইয়ার মেয়ে সুরাইয়া খানম (১৩) ও নড়াইল সদর উপজেলার বুড়িখালী গ্রামের মিজানুর রহমানের মেয়ে মাজিদা খানম (১৫) কে গতকাল সোমবার অপহরণ করে। এ ঘটনায় মাদ্রাসার মুহাতামিম মাওলানা হাফিজুর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। যার নং-৮১২, তাং ২১-৩-১৬ ইং।

অপহরণের পর সোমবার সকালে ওই শিক্ষিকা দুজন ছাত্রীকে নিয়ে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে কমফোর্ট পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহনের ভেতরে শিক্ষিকা ও দুই ছাত্রী মোবাইলে কথা বলার সময় ওই পরিবহনের সুপারভাইজারের সন্দেহ হয় এবং এক পর্যায়ে সুপারভাইজার তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ঢাকার মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তাদেরকে আটক করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব সাহা বিষযটি নিশ্চিত করেছেন।

(আরএম/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test