E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষকরা দয়া করে রাজনীতিতে জড়াবেন না’

২০১৬ মার্চ ২১ ১৫:৩৭:৫২
‘শিক্ষকরা দয়া করে রাজনীতিতে জড়াবেন না’

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, সে কথা ভুলে গেলে চলবেনা। দয়া করে আপনারা রাজনীতিতে জড়াবেন না।

খেলাধুলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিকাশ ঘটাতে হবে। আওয়ামীলীগ সরকার শিক্ষা ও ক্রীড়াবান্ধব। এ সরকার শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষনসহ সর্বক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে।

রবিবার বিকাল সাড়ে ৫টায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোশাষ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া শহর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তার।

এতে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা, সাবেক ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মানিক, লুৎফর রহমান, উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তোতাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি বিদ্যালয়ের উন্নয়নকল্পে ৫০হাজার টাকার অনুদান ঘোষণা করেন।

এদিকে, সন্ধ্যা ৬টায় উপজেলার হাটকড়ই বাজারে শেখ রাসেল স্মৃতি সংঘের শুভ উদ্বোধন করেন, বগুড়া শহর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএনআই/এএস/মার্চ ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test