E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের নাগরপুরে ১১ ইউনিয়নে ভোট শুরু

২০১৬ মার্চ ২৩ ১০:৫২:১৫
টাঙ্গাইলের নাগরপুরে ১১ ইউনিয়নে ভোট শুরু

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন জানান।

তিনি বলেন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন, সদস্য পদে ৪৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে থেকে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন দুই লাখ তিনহাজার ৭৫৮জন ভোটার। ভোটে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে ।

প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুরের ১২টি ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও গত ৪ মার্চ সীমানা সংক্রান্ত জটিলতায় ভাড়রা ইউনিয়নের নির্বাচন স্থগিত করে হাই কোর্ট। অন্যদিকে গত ২০ মার্চ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনের তারিখ থাকায় সেখানে ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ ২২ মার্চ থেকে একদিন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন।


(ওএস/এস/মার্চ২৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test