E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাত : শিক্ষক কারাগারে

২০১৪ জুন ০৩ ১৮:৪৪:০৫
শেরপুরে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাত : শিক্ষক কারাগারে

শেরপুর প্রতিনিধি : শেরপুরে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় আজহার আলী নামে এক ‘আলোচিত’ শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। ৩ জুন মঙ্গলবার শেরপুরের ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আ.ন.ম. ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজহার আলী শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের চাকুরীচ্যুত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আদালতে মামলার সূত্রে জানা যায়, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো. আজহার আলী শেরপুর শহরের চকপাঠক মহল্লার মৃত রুস্তম আলীর ছেলে আব্দুর রহমানকে চাকুরীর প্রলোভন দেয়। শিক্ষক আজাহার আলী ২০১১ সালের ২২ নবেম্বর পিয়ন পদে চাকুরী দেওয়ার প্রলোভনে তার নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাকে চাকুরী না দিয়ে নানা টালবাহানা করে একপর্যায়ে ওই টাকা গ্রহণের কথা অস্বীকার করে। এতে চাকুরী বঞ্চিত আব্দুর রহমান আজহার আলীর বিরুদ্ধে আদালতে অর্থ আত্মসাতের মামলা ঠুকে দেয়। ওই মামলায় গত ৬ মে আজহার আলী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বতীকালীন জামিন লাভ করেন। অর্ন্তবতীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৩ জুন নিন্ম আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, আজহার আলীর বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় তদন্তে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের কয়েক লাখ টাকা আত্মসাতের প্রমান মিলেছে। এজন্য তাকে চাকুরীচ্যুত করে তার বিরুদ্ধে পৃথক মামলার প্রক্রিয়া চলছে।
(এইচবি/এএস/জুন ০৩, ২০১৪)





পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test