E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পিরোজপুরে পুলিশের মামলায় আসামি ১৩০০

২০১৬ মার্চ ২৪ ১২:৩৩:১৯
পিরোজপুরে পুলিশের মামলায় আসামি ১৩০০

পিরোজপুর প্রতিনিধি :পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট গণনার সময় গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্র ঘেরাও করে ব্যালট ছিনতাই ও সরকারি কাজে বাধার অভিযোগে অজ্ঞাতপরিচয় ১৩০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে এসআই সানোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

পুলিশ বলছে, উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে মঙ্গলবার রাতে ভোট গণনার সময় ভোটের ফল এক প্রার্থীর বিপক্ষে যেতে থাকলে তার সমর্থকরা কেন্দ্রটি অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললেও তারা তা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে; নিহত হন পাঁচজন।


ওসি বলেন, ‘মামলায় সরকারি কাজে বাধা, ভাংচুর, ব্যালট ছিনতাই এবং ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাতপরিচয় ১২-১৩ শ’ জনকে আসামি করা হয়েছে।’


(ওএস/এস/মার্চ২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test