E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে শিক্ষক-কর্মচারিদের ২১দফা দাবিতে মানববন্ধন

২০১৬ মার্চ ২৪ ১৫:২৭:৫৬
নন্দীগ্রামে শিক্ষক-কর্মচারিদের ২১দফা দাবিতে মানববন্ধন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ৮ম জাতীয় পে-স্কেল বকেয়াসহ বাস্তবায়ন, সকল এমপিওভূক্ত প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ, পেনশন-অবসর ভাতা দ্রুত প্রদান, নন এমপিওভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভূক্তিকরণ ও শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণসহ ২১দফা দাবিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলার সকল স্কুল-মাদ্রাসা-কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছে।

উপজেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় পরিষদ গেটের সামনে এমানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের আহবায়ক অধ্যক্ষ ওছমান গণি সরকার, সদস্য সচিব প্রভাষক মাসুদ পারভেজ রানা, প্রধান সমন্বয়কারী সহ-অধ্যাপক আমজাদ হোসেন, যুগ্ম-আহবায়ক প্রভাষক রাব্বী হাসান, প্রভাষক আব্দুল করিম, অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রভাষক নাজমুন নাহার, সহ-অধ্যাপক আব্দুস শুকুর, সহকারি শিক্ষক শরিফুল ইসলামসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমএনআই/এএস/মার্চ ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test