E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে সাংবাদিকদের জবাই করার হুমকি!

২০১৬ মার্চ ২৪ ১৯:০৯:৫৩
শরীয়তপুরে সাংবাদিকদের জবাই করার হুমকি!

শরীয়তপুর প্রতিনিধি : সাংবাদিকদের জবাই করে দুই কোটি টাকা জরিমানা দেওয়ার ঘোষণা দিয়েছেন সন্ত্রাসী মজিবর সরদার । বৃহস্পতিবার বিকাল ৪টার সময় শরীয়তপুর সদর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের জমি অবৈধভাবে দখলের সময় তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায় জাহাঙ্গীর সরদার, মজিবর সরদার, সালাম সরদার ও তাদের সন্ত্রাসী বাহিনী।

এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের গলা কেটে জবাই করে দুই কোটি টাকা জরিমানা দেওয়ার ঘোষণা দেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায় এবং প্রাণ নিয়ে ফেরত আসতে সক্ষম হয়।

একটি বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি করার মামলা আদালতে চলমান থাকা অবস্থায় কথিত জমি ক্রেতা জাহাঙ্গীর সরদার ও তার ভাই সালাম সরদার গত ২২ মার্চ থেকে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে জমি ভরাট করে ওই সম্পত্তিতে নিজের দখল কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে।

এ খবর পেয়ে বাংলানিউজটুয়েন্টিফর.কমের শরীয়তপুর প্রতিনিধি বেলাল হোসাইন ও আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন বিষয়টি জানার জন্য সরেজমিনে গেলে দখলদার মজিবর সরদার ও সালাম সরদার তাদের লোকজন নিয়ে সাংবাদিকের উপর হামলা চালায়। এ সময় মজিবর সরদার দম্ভ করে বলেন, ‘কোন সাংবাদিক যদি এই জমি নিয়ে রিপোর্ট করতে এখানে আসে এবং পত্রিকায় লেখালেখি করে তাহলে তাদের জবাই করে দুই কোটি টাকা জরিমানা দেয়া হবে’। সেলিম তালুকদারসহ স্থানীয়দের সহায়তায় সাংবাদিকরা সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পায় এবং ঘটনাস্থল থেকে কোন রকমে জীবন নিয়ে ফিরে আসতে সম্ভম হয়। এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে হয়েছে।

সাংবাদিক সোহাগ খান সুজন ও বেলাল হোসাইন বলেন, মামলা চলাকালীন অবস্থায় স্কুলের জমি অবৈধ ভাবে দখলের সংবাদ পেয়ে বিষয়টি জানার জন্য সরেজমিন যাই। সাংবাদিক পরিচয় জানতে পেরে সেখানে উপস্থিত দলখদার জাহাঙ্গীর সরদার, মজিবর সরদার, সালাম সরদার ও তাদের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর হামলায় করে। এ সময় মজিবর সরদার সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং দম্ভ করে ঘোষণা দেয় এখানে কোন সাংবাদিক রিপোর্ট করতে আসলে তাকে জবাই করা হবে। সন্ত্রাসীরা আরও বলে, আমরা টাকা দিয়ে জমি কিনেছি, এর বিরুদ্ধে তোদের মত সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছিস। তোদের আর ছাড় দেওয়া হবে না।

তারা আরও বলেন, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশন ও দৈনিক যায়যায় দিনের সাংবাদিক আমাদের অনেক জ্বালাতন করেছে। ওকে পাইলে ওর হাত-পা, কল্লা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিবো। তোদের মতো সাংবাদিকদের জবাই করে প্রয়োজনে দুই কোটি টাকা জরিমানা দিব। এ সময় কাশাভোগ গ্রামের বাসিন্দা সেলিম তালুকদারসহ স্থানীয়রা সন্ত্রাসী হামলা থেকে আমাদের রক্ষা করেন। পরে আমরা সেখান থেকে কোন রকমে জীবণ নিয়ে ফেরত আসতে সক্ষম হই। সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক বেলালকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শরীয়তপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।


উল্লেখ্য, শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর পৌরসভাধীন উত্তর মধ্যপাড়া মৌজায় আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের নিজ নামীয় ৩ একর ৭১ শতাংশ (প্রায় ১২ বিঘা) জমি রয়েছে। রাষ্ট্রীয় অধিগ্রহন ও প্রজাসত্ব আইন ১৯৫০ (এসএ রেকর্ড) অনুয়ায়ী ৪৩৮ নং খতিয়ানের ২০ নং দাগে ২ এর ২৮ শতাংশ ভুমি বাড়ি, ২১ নং দাগে ২৬ শতাংশ ভুমি বাড়ি, ২৭ নং দাগে ৩২ শতাংশ ভূমি বাড়ি ও ২৮ নং দাগে ৮৫ শতাংশ ভূমি ভিটা আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের নামে রেকর্ডভূক্ত সম্পত্তি । এই সম্পত্তি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সরকারের কোন রকম অনুমতি ছাড়াই ২০১২ সালের ৩০ ডিসেম্বর সম্পূর্ন অবৈধভাবে পানির দামে বিক্রি করে দেয়।

এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত ও প্রচারিত হওয়ার পর দূর্নীতি দমন কমিশন এর ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে ২০১৪ সালের ৬ জুন ১২ জনকে আসামী করে শরীয়তপুর সদর পালং মডেল থানায় দুইটি মামালা দায়ের করনে। মামলা নং ০৮ ও নং ০৯ । দীর্ঘ দিন মামলার তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা দূদকের আঞ্চলিক উপ-সহকারি পরিচালক শামসুল আরেফিন ২০১৫ সালের ২৭ মে আদলতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার আসামীগন দীর্ঘদিন পলাকত থাকার পরে আদলতে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। বর্তমানে মামলা দুইটি জেলা ও দায়রা জজ আদালতে চলমান রয়েছে।

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, বিষয়টিকে আমরা তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

(কেএনআই/এএস/মার্চ ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test