E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর গণসংযোগকালে হামলা

২০১৬ মার্চ ২৫ ২০:৩৭:৩৮
সিরাজগঞ্জে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর গণসংযোগকালে হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ স্থলে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে সরকারি দলের কর্মীদের বিরুদ্ধে। এ সময় দলের বিদ্রোহী প্রার্থীর মোটর সাইকেল ভাংচুর ও তাকে লাঞ্ছিত করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাসুদুর রহমান মাস্টার, আব্দুল মান্নান মাস্টার ও কাসেম মিস্ত্রিসহ আরো অনেকেই জানান, শুক্রবার সকাল থেকে বাগডুমুর এলাকায় মাসুদুর রহমান মাস্টারের বাড়ির কাচারি ঘরে গণসংযোগ করছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বারী তালুকদার। এ সময় জেলা শহর থেকে ৩০টির মতো মোটর সাইকেল নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৬০/৭০ জন নেতাকর্মী স্থানীয় সাংসদ ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার নামে শ্লোগান দিয়ে এসে গণসংযোগ স্থলে হামলা করে। তারা চেয়ারম্যান বারী তালুকদারকে মারপিট করে এবং ওই কাঁচারি ঘরে থাকা চেয়ার-টেবিল ভাংচুর করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি ভাংচচুর করে। এ ছাড়াও নির্বাচন থেকে সরে দাড়ানো জন্য বারী তালুকদারকে হুমকি দিয়ে শ্লোগান দিতে দিতে চলে যায়।

বারী তালুককদার অভিযোগ করে বলেন, ডা: মিল্লাত মুন্না নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। নির্বাচনে ওই বাহিনী দিয়ে তার মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে চান। আচরণ বিধি লঙ্ঘন করে বহিরাগত দলীয় নেতাকর্মী দ্বারা মোটর সাইকেল মহড়া দেয়া হয়েছে পুরো ইউনিয়নে। তিনি চান না সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। যে কোন মূল্যেই তিনি তার প্রার্থীকে বিজয়ী করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, দু’পক্ষের কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।


(এসএস/এস/মার্চ২৫,২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test