E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ঐহিত্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত

২০১৬ মার্চ ২৫ ২২:১৩:৪৩
লোহাগড়ায় ঐহিত্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া পৌর সভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড় দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ মেলা আয়োজন করা হয়।

এ উপলক্ষে শুক্রবার বিকালে সিঙ্গা ও মশাঘূনী যুব সমাজের উদ্যোগে সিঙ্গা মাঠে অনুষ্ঠিত ঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ২৫টি ঘোড়া অংশ গ্রহণ করে। এর মধ্যে যশোরের অভয়নগর উপজেলার ওসমান চৌধুরীর ঘোড়া প্রথম, বাঘারপাড়া উপজেলার মিলন শেখের ঘোড়া দ্বিতীয়, লোহাগড়ার ঝাউডাঙ্গার সাদ্দাম হোসেনের ঘোড়া তৃত্বীয় ও নওখোলার আকাশ হোসেনের ঘোড়া চতুর্থ স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হান্নান বিশ্বাস, সমাজ সেবক গিয়াস উদ্দিন ভূইয়া, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বুলবুল ইসলাম বুলু, জামির শেখ, হিরু শেখ প্রমুখ। রাতে সিঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ যাত্রাপালা ‘সৎ মায়ের চরিত্র’ মঞ্চ করা হয়। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করেন।#


(আরএম/এস/মার্চ২৫,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test