E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত

২০১৬ মার্চ ২৬ ১৩:২৭:৩১
নন্দীগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিটে অঙ্গীকার’র পাদদেশে ৩১বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে।

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন, পৌরসভা, পৌর জাতীয় পার্টি, উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠন, পৌর বিএনপি, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠন। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বীর শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাত করে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ প্রশাসন, আনসারসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কুজকাওয়াজে অংশ নেয়। অভিভাদন গ্রহন করেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন।

এরআগে খোলা আকাশে কবুতর অবমুক্ত করেন তিনি। সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার ইমাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ।


(এনআই/এস/ মার্চ২৬, ২০১৬ )

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test