E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সোনাগাজীতে  মহান স্বাধীনতা দিবস পালিত

২০১৬ মার্চ ২৬ ১৭:১৮:৪৭
সোনাগাজীতে  মহান স্বাধীনতা দিবস পালিত

সোনাগাজী প্রতিনিধি :সোনাগাজীতে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ৪৫ তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সব শ্রেণি-পেশার মানুষ উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথমে ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর পক্ষে নেতা কর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন। এর পর একে একে উপজেলা প্রশাসন , উপজেলা পরিষদ, মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, সোনাগাজী প্রেসক্লাব, উপজেলা আ’লীগ , যুবলীগ ছাত্রলীগ , উপজেলা বিএনপি , ছাত্রদল , শেখ পাড়া যুব সংঘ, সহ বিভিন্ন সংগঠন ও সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর সকাল ৮ টায় সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন এবং সালাম গ্রহন করেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) বিদর্শী চাকমা , সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া কিন্ডার গার্টেন ও সাংস্কৃতিক একাডেমী গুলোতে মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রাংকন , ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) বিদর্শী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম । আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন , নব নির্বাচিত পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন , চেয়ারম্যান জহিরুল আলম জহির , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন , ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।


(এসএমএ/এস/ মার্চ২৬, ২০১৬ )

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test