E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে ৫৬ প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান শুরু

২০১৬ মার্চ ২৭ ১৭:৪৫:০২
নাগরপুরে ৫৬ প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান শুরু

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেন্দ্রীয় কালীবাড়ীতে ৫৬ প্রহর ব্যাপী নামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

কেন্দ্রীয় কালীবাড়ীর নামযজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক রমেন্দ্র নারায়ণ শীল বলেন, ২৪ শে মার্চ থেকে নামযজ্ঞানুষ্ঠানটি শুরু হয়ে টানা সাতদিন নামসুধা পরিবেশন ও একদিন লীলারস পরিবেশনের মাধ্যমে আগামী ৩১ মার্চ শেষ হবে।

নামযজ্ঞানুষ্ঠানে দেশখ্যাত রুপসনাতন সম্প্রদায়, বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, নবসত্যণারায়ণ সম্প্রদায়, দয়াল নিতাই সম্প্রদায়, নিতাই গৌর সম্প্রদায়, নিত্য রঞ্জন সম্প্রদায়, জয় শ্যামরায় সম্প্রদায়, মাতৃ সম্প্রদায় ও মহাদেব শীতলা সম্প্রদায় এ দশটি কীর্তনীয়াদল তাদের নামসুধা পরিবেশন করবেন।

আগামী ৩১ শে মার্চ ভারত থেকে আগত শ্রীমতি শ্যামলী দাসী, শ্রী জগন্নাথ ঘোষ ও শ্রীমতি অলকা বিশ্বাস তাদের লীলারস পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।




(আরএস/এস/মার্চ২৭,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test