E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে মুঠোফোন কোম্পানীর কর্মকর্তার উপর হামলা

২০১৬ মার্চ ২৭ ১৯:২৬:২৪
গৌরীপুরে মুঠোফোন কোম্পানীর কর্মকর্তার উপর হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুরে মুঠোফোন কর্মকর্তা আমিনুল ইসলামের উপর হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে হাবিব উল্লাহ নামের এক তরুণ।

পুলিশ জানিয়েছে হাবিব একজন মানষিক ভারসাম্যহীন পাগল। তবে স্থানীয়দের অভিযোগ, হাবিব পাগল নয়, সে একজন মাদকসেবী। রবিবার দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আমিনুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেসরকারি মুঠোফোন কোম্পানী গ্রামীনফোনের সেলস এক্সিকিউটিভ হিসাবে আমিনুল ইসলাম গৌরীপুর উপজেলায় কর্মরত আছেন।

রবিবার দুপুরে আমিনুল মার্কেটিংয়ের কাজে মুখোরিয়া বাজারে যান। বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঐ বাজারের শহীদের দোকানের সামনে গেলে অতর্কিতে এক তরুণ এসে তাকে রড দিয়ে হাটুর ওপর আঘাত করে। এসময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করে। এবং হামলাকারী মুখুরিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে হাবিবকে আটক করে।

পুলিশ জানিয়েছে হাবিব একজন মানষিক ভারসাম্যহীন পাগল। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাবিব পাগল নয়। সে একজন মাদকসেবী।
আমিনুল ইসলাম বলেন, হামলার সময় লোকটি আমার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিতে পারেনি। তবে রড পিটানোর সময় সে আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে তুই এই বাজারে কেনো আইছস, তোরে যেনো আর এইখানে না দেখি।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ মোঃ বেনজীর বলেন, আঘাতের কারণে আমিনুলের হাটুর ওপরে ফুলে গেছে। তাকে ব্যাথার ইনজেকশন পুশ করা হয়েছে। পা ভেঙ্গেছে কি না তা এক্সরে করার পর বলা যাবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি আমিনুলের ওপর যে হামলা করেছে সে একজন মানষিক ভারসাম্যহীন রোগী।


(এসআইএম/এস/মার্চ২৭,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test