E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে দুই উপজেলার প্রার্থীদের মনোনয়ন দাখিল

২০১৬ মার্চ ২৭ ১৯:৩৯:৫৩
শরীয়তপুরে দুই উপজেলার প্রার্থীদের মনোনয়ন দাখিল

শরীয়তপুর প্রতিনিধি:আনন্দ ও  উৎসব মুখর পরিবেশে  তৃতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুর সদর উপজেলার ১১টি ও গোসাইরহাট উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ মোট ৬৭ জন চেয়ারম্যান, ৪ শত ৪১ জন সাধারণ ও ১ শত ১৭ জন সংরক্ষিত ওয়ার্ডে  মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, শরীয়তপুর সদরের ১১ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন দাখিল করেছেন পালং ইউনিয়নে মোঃ আবুল হোসেন দেওয়ান, তুলাসার ইউনিয়নে আমিন উদ্দিন ফকির, আংগারিয়া ইউনিয়নে তাছলিমা বেগম ডোরা, বিনোদপুর ইউনিয়নে মোঃ আব্দুল হামিদ সাকিদার, চিতলিয়া ইউনিয়নে আব্দুস ছালাম হাওলাদার, রুদ্রকর ইউনিয়নে মোক্তার হোসেন চৌকিদার, চিকন্দী ইউনিয়নে এ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার, মাহমুদপুর ইউনিয়নে মোঃ শাহ আলম খান, চন্দ্রপুর ইউনিয়নে ওমর ফারুক মোল্লা, শৌলপাড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মাহবুব রাজ্জাক, ডোমসার ইউনিয়নে মাষ্টার মুজিবুর রহমান খান। সদর উপজেলায় বিএনপি থেকে যারা মনোনয়ন দাখিল করেছেন , তারা হলেন, পালং ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা বি,এম আনিছ উদ্দিন, তুলাসার ইউনিয়নে হুমায়ুন কবীর রেজা, আংগারিয়া ইউনিয়নে আব্দুর রব হাওলাদার, বিনোদপুর ইউনিয়নে এস এম শাহ আলম, চিতলিয়া ইউনিয়নে মোঃ গিয়াস উদ্দিন মোল্যা, রুদ্রকর ইউনিয়নে হাবিবুন্নাহার, চিকন্দী ইউনিয়নে এ্যাডভোকেট জালাল আহম্মেদ সবুজ, মাহমুদপুর ইউনিয়নে আবুল কালাম মুন্সি, চন্দ্রপুর ইউনিয়নে হাবিবুর রহমান সিকদার, শৌলপাড়া ইউনিয়নে মোহাম্মদ আলী মাদবর, ডোমসার ইউনিয়নে জহিরুল ইসলাম তপন খান।

এছাড়াও পালং ইউনিয়নের সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান গগন খান, আওয়ামীলীগ কর্মী খন্দকার আবুল ফজল, তুলাসার ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম ফকির, আঙ্গারিয়া ইউনিয়নে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাত জাহান ইলোরা, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদার, হায়দার আলী, সেলিনা বেগম,্ বিনোদপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, রুদ্রকর ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, চিকন্দী ইউনিয়নে আবদুল হাকিম মাদবর, নুসরাত জাহান সুমি, চন্দ্রপুর ইউনিয়নে রামিজ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর শিকদার, শৌলপাড়া ইউনিয়নে মোঃ ফজলুল হক, মোঃ ভাসানী , ডোমসার ইউনিয়নে চান মিয়া মাদবর, মাহমুদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাজাহান ঢালী,চিতলীয়া ইউনিয়নে শাখাওয়াত হাওলাদার, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছারা ইসলামী আন্দোলনের পক্ষে চিতলিয়ায় ইসলামী আন্দলনের আবু বকর সিদ্দিক শৌলপাড়া ইউনিয়নে মোঃ ইয়াসিন হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে গোসাইরহাট উপজেলায় আওয়ামীলীগ থেকে যারা দলীয় মনোয়ন দাখিল করেছেন, তারা হলেন, সামন্তসার ইউনিয়নে আবুল কালাম বেপারী, গোসাইরহাট ইউনিয়নে মোজাফ্ফর হোসেন সরদার, কোদালপুর ইউনিয়নে সৈয়দ বশির আহাম্মেদ, নাগেরপাড়া ইউনিয়নে হাজী মহসিন সরদার, নলমুড়ি ইউনিয়নে মাহফুজুর রহমান মিয়া। বিএনপির প্রার্থীরা হলেন, গোসাইরহাট ইউনিয়নে তারিক আজিজ মোবারক ঢালী,সামন্তসার ইউনিয়নে আকতার হোসেন নান্টু খান, কোদালপুর ইউনিয়নের সাইফুল ইসলাম মৃধা, নাগের পাড়া ইউনিয়নে জাকির হোসেন মন্টু দপতরি,নলমুড়ি ইউনিয়নে আদম আলী খান। এছারাও কোদালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরদার, কোদালপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন খান, শাহাদাদ সরদার, গোসাইরহাট ইউনিয়নে মোঃ আসাদুজ্জামান রিপন মিয়া, জুলফিকার আলী, ফেরদৌসী বেগম, নলমুড়ি ইউনিয়নে রুস্তম আলী শিকদার, হাবিবুর রহমান শিকদার, আজাহার সরদার, সামন্তসার ইউনিয়নে তাজ মিয়া রাঢ়ি, বর্তমান চেয়ারম্যান আমির হোসেন পঞ্চায়েত, নাগের পাড়া ইউনিয়নে রেজাউল করিম লিটন, ফরিদ উদ্দিন আকন, হেলাল উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদেও মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছারাও শরীয়তপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ২ শত ৯৯ জন , সংরক্ষিত ওয়ার্ডে ৯৩ জন মহিলা সদস্য এবং গোসাইরহাট উপজেলার ৫ টি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ১ শত ৪২ জন পুরুষ ও সংরক্ষিত ওয়ার্ডে ২৪ জন মহিলা সদস্য পদপ্রার্থী তাদের মনোয়নপত্র দাখিল করেছেন।


(কেএনআই/এস/মার্চ২৭,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test