E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ

২০১৪ জুন ০৪ ০৯:৫৩:৩৮
সাতক্ষীরায় পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্তঃজেলা মোটর সাইকল ছিনতাইকারি চক্রের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। বুধবার ভোর চারটার দিকে সাতক্ষীরা- কালীগঞ্জ সড়কের আলিপুর ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় ছিনতাইকারিদের বোমায় পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সংঘর্ষস্থল থেকে একটি ছিনতাইকৃত মোটর সাইকেল, একটি রাম দা ও একটি চাপাতি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম মহাতাব সরদার(৪৭) । সে সদর উপজেলার গাভা গ্রামের সৈয়দ আলীর ছেলে। আহত পুলিশ সদস্যের নাম ফরিদ হোসেন(৪০)।

সদর থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান জানান, ১০/১২ জনের একটি ছিনতাইকারি চক্র কালীগঞ্জ সাতক্ষীরা সড়কের আলীপুরে ব্রীজের পার্শ্ববর্তী এলাকায় যাত্রীবাহি পরিবহন বা মোটর সাইকেল ছিনতাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ সেখানে ওঁৎ পেতে থাকে। বুধবার ভোর চারটার দিকে তারা আলীপুর ব্রীজের পাশে একটি মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে।

এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও বোমা ছোঁড়ে। বোমার আঘাতে সিপাহী ফরিদ হোসেন আহত হলে পুলিশ ছিনতাইকারিদের লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। ছিনতাইকারিরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একজনকে দুপায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাকে কুখ্যাত মোটর সাইকেল ছিনতাইকারি বলে সনাক্ত করে। ঘটনাস্থল থেকে একটি ছিনতাইকৃত টিভিএস মোটর সাইকেল, একটি একটি লোহার রড ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আহত মহাতাবকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিপাহী ফরিদ হোসেনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ো হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল গফুর জানান, মহাতাবের দু পায়ের হাঁটুর নীচে গুলিবিদ্ধ হওয়ায় তার অধিক রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে হাসপাতালে চিকিৎসাধীন মহাতাব জানায়, সে এ পর্যন্ত ৯৬টি মোটর সাইকেল ছিনতাই করেছে। তাকে পুলিশ মঙ্গলবার রাত ১২টার দিকে শ্যামনগরের বংশীপুরের আশা প্রেট্রোল পাম্প এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার চোখে কালো কাপড় বেঁধে আলীপের বুধবার ভোরে দুপায়ের হাঁটুর নীচে বন্দুকের নল ঠেকিয়ে গুলি করে জখম করেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান, গ্রেফতারকৃত আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাইকারি মহাতাবের বিরুদ্ধে যশোর , মনিরামপুর, শার্শা, কেশবপুর, চৌগাছাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের কমপক্ষে ২৫টি মামলা রয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় উপপরিদর্শক আবুল কাশেম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

(আরকে/জেএ/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test