E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তনু ও হেনা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

২০১৬ মার্চ ২৯ ১৮:১৯:৫০
তনু ও হেনা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া  কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু ও শরীয়তপুরের জাজিরা বালিকা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রি  চাঁদনী আকতার হেনা কে ধর্ষণ করে নৃশংসভাবে  হত্যা করা হয়। 

ঘাতকদের দ্রুত গ্রেফতার করে ফাসির দাবিতে শরীয়তপুর বিজ্ঞান ও সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু করে শরীয়তপুর বালিকা বিদ্যালয় এলাকায় এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা শরীয়তপুর মহসড়ক অবরোধ করে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় রাস্তার দু’পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এড.আবুল কালাম আযাদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শরীয়তপুরজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এড.রাসেদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদুর রহমান, নারী নেত্রী এড.রওশন আরা বেগম ,উদীচি সভাপতি এম এম আলমগীর মাষ্টার, সহ সম্পাদক নজরুল ইসলাম রিপন,জেলা ছাত্রলীগের আহবায়ক মহসীন মাদবর বৃহত্তর ফরিদপুর বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি এম হারুন অর রশিদ,জেলা সিপিবি সাধারন সম্পাদক কমরেড নুরুল হক ঢালি প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রি ও শিক্ষকসহ সর্বস্তরের হাজার হাজার জনতা এতে অংশ নেয়।

উল্লেখ্য যে,গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু কে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের কাছ থেকে ধরে নিয়ে ধর্ষণ করে নৃশংস ভাবে হত্যা করে এবং ২০১৫ সালের ১১ মার্চ শরীয়তপুরের জাজিরা বালিকা উচচবিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রি চাদনী আকতার হেনাকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরন করে নিয়ে ধর্ষণের পর হত্যা করে বিলের ধারে ফেলে রাখে। আজও তাদের ধর্ষক ও হত্যাকারীদের বিরুদ্ধে মামলার চার্জসিট দাখিল করতে পারেনি। এছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

(কেএনআই/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test