E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জকিগঞ্জের সহকারি শিক্ষকদের বদলী অনিশ্চিত, শিক্ষকরা বিপাকে

২০১৬ মার্চ ২৯ ২০:৪৮:১৫
জকিগঞ্জের সহকারি শিক্ষকদের বদলী অনিশ্চিত, শিক্ষকরা বিপাকে

জকিগঞ্জ প্রতিনিধি :গত ৭ মাস হতে শিক্ষকদের বদলীর আদেশ বন্ধ ছিলো। অনেকদিন পর আবারও বদলী কার্যক্রম শুরু হলেও বিপাকে পড়েছেন জকিগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারি শিক্ষকরা। অনেকেই সুবিধাজনক স্থানে বদলীর আবেদন করলেও তাদের কাংখিত স্কুলে বদলী হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলী বিষয়ক জকিগঞ্জের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ কমিটির সুপারিশ এখন আর কার্যকর হচ্ছেনা। ৩১ মার্চ পর্যন্ত বদলী হওয়ার সুযোগ থাকলেও কমিটির জন্য প্রায় অনিশ্চিত হয়েছে জকিগঞ্জের বদলী আদেশ। ধার্য্য তারিখের মধ্যে নতুন কমিটি অনুমোদন না হলে শিক্ষকরা একস্থান থেকে অন্যস্থানে বদলী হতে পারবেন না এ বছর। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বদলী আবেদনকারী শিক্ষকরা। ফলে জকিগঞ্জের শিক্ষকরা এবছর দুর্ভোগের শিকার হতে পারেন। বাড়ী থেকে দূরবর্তী স্কুলগুলোর শিক্ষকরা বর্ষার দিনে চরম কষ্টের শিকার হতে হয়। সময় মত স্কুল উপস্থিত হওয়া সম্ভব হয়না। বর্ষার দিনে গ্রামের ভিতরের স্কুলগুলোর রাস্তায় কাঁদা হওয়ায় শিক্ষকদের র্দূগতির শেষ নেই। সময় মত গাড়ী না পেয়ে অনেকেই স্কুলের নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে অপারগ।

একাধিক সহকারি শিক্ষক জানান, পোস্টিংয়ের সময় তাদেরকে অনেক দূরের স্কুলে দেয়া হয়েছে। কিন্তু দূরবর্তী স্কুলে তাদের পোস্টিংয়ের কারণে তাঁরা সীমাহীন কষ্টের মধ্যে রয়েছেন। এ বছর তাদের বদলী আদেশ প্রদান করতে তাঁরা যথাযথ কতৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার ও জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার বলেন, কমিটির মেয়াদের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করি শিক্ষকদের র্দূভোগের বিষয়টি বিবেচনা করে জেলা শিক্ষা অফিস কার্যকরী ব্যবস্থা নিবেন।





(এসকেপি/এস/মার্চ২৯,২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test