E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তনু হত্যার বিচার দাবিতে নড়াইলে মানববন্ধন

২০১৬ মার্চ ৩০ ১৩:৩৮:২৬
তনু হত্যার বিচার দাবিতে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি :কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু’র ধর্ষণকারী ও হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নড়াইলে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩০মার্চ) সকাল ১১টায় নড়াইল আদালত সড়কে কয়েক হাজার ছাত্র ছাত্রী ও সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা জাসদ সভাপতি এড.হেমায়েত উল্লাহ হিরু,ওয়াকার্স পার্টি সাধারণ সম্পাদক এড.নজরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মলয় কুন্ডু,এড. রমা রায়,এড.রওশন আরা কবীর,আফরোজা খানম,সাংবাদিক কার্তিক দাস, কাজী হাফিজুর রহমান প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন,একটি সংরক্ষিত এলাকায় এধরনের ন্যাক্কারজন ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভুমিকা পালন করছে, ঘটনাটি যদি পুলিশের কোন সন্তানের বেলায় ঘটতো তাহলে এতদিনে কয়েকশ মানুষ গ্রেফতার হয়ে যেত।

বক্তারা অবলম্বে এই ধর্ষন এবং খুনের বিচার দাবি করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানান,তা না হলে দেশের সাধারন মানুষের আইনশৃংখলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে ফেলবে।




(টিএআর/এস/মার্চ৩০,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test