E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বিতীয় দফায় দিনাজপুরে ৩৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন চলছে

২০১৬ মার্চ ৩১ ১২:৫২:৪৯
দ্বিতীয় দফায় দিনাজপুরে ৩৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন চলছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সকাল থেকে ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল থেকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ী, কাহারোল ও বোচাগঞ্জ এই ৫টি উপজেলার মোট ৩৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ইউনিয়নে চেয়ারম্যানপদে ১৪৯ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ১৭৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৫টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৯৯৩ জন। নির্বাচন গ্রহনের লক্ষ্যে ৩৫টি ইউনিয়নের ৩১৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ১৫৫টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য পুলিশ ও আনসারের ৭১১১ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭০৫ জন পুলিশ, ৬৩৬ জন অস্ত্রধারী আনসার এবং ৪৭৭০ জন লাঠিধারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটসহ র‌্যাব ও বিজিবির সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষনিক নজরদারী রাখছে।

(এটি/এস/মার্চ৩১,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test