E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড মেলা শুরু

২০১৪ জুন ০৪ ১১:৪৫:৩৫
ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড মেলা শুরু

ডেস্ক রিপোর্ট : ‘ভবিষ্যতের বাংলাদেশ’ স্লোগান নিয়ে বুধবার শুরু হয়েছে চার দিনের তথ্যপ্রযুক্তি আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল সাড়ে ১০টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর সম্মেলন সবার জন্য খুলে দেওয়া হয়। দেশের কম্পিউটার সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি সেবা, সরকারি সেবা প্রদর্শন করা হবে মেলায়৷ সরকারি, বেসরকারি এবং কারিগরি এই তিনটি মূল ভাগে ভাগ করা হয়েছে এ আয়োজন৷ ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যেই বেসিস সফট এক্সপো, ই-গভর্নেন্স প্রদর্শনী ও মোবাইল ইনোভেশন এক্সপো চলবে৷ এ ছাড়া ই-কমার্স জোন, বিপিও ফোরাম, ডেভেলপারস ফোরাম এবং আউটসোর্সিং ফোরামে দেখানো হবে তরুণ প্রজন্মের নানা রকম উদ্ভাবনী উদ্যোগ৷ ২৫টি স্টলে গিয়ে বাংলাদেশ থেকে

রপ্তানি হওয়া সব ধরনের অ্যাপসের সঙ্গে পরিচিত হতে পারবেন দর্শকেরা৷ মেলায় তথ্যপ্রযুক্তিকর্মী খোঁজার জন্য অংশ নেবে নয়টি দেশি প্রতিষ্ঠান। প্রদর্শনীর বাইরে থাকছে প্রায় ৩০টি সেমিনার এবং ১৪টি কারিগরি অধিবেশন, প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান৷ মেলা প্রাঙ্গণে থাকছে সেলফি বুথ ও ইচ্ছেমতো ইন্টারনেট ব্যবহারের সুবিধা৷ মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে৷ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা খোলা থাকবে৷ ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ মেলার আয়োজক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

(ওএস/এইচআর/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test