E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুরে স্কুল ছাত্রকে অপহরণের অভিযোগ

২০১৪ জুন ০৪ ১১:৪৯:২৫
দৌলতপুরে স্কুল ছাত্রকে অপহরণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শাহ জালাল (১৫) নামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চিলমারী এলাকা থেকে তাকে কৌশলে অপহরণ করা হয়।

অপহৃতের পিতা মহির উদ্দিন জানান, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খলষাবাজার এলাকার আলী আহসান নামে এক ব্যক্তি চিলমারী এলাকায় বেড়াতে আসলে তার সাথে স্কুলছাত্র শাহ জালালের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে গত শুক্রবার সকালে কাউকে না জানিয়ে শাহ জালালকে সাথে নিয়ে আলী আহসান এলাকা ত্যাগ করেন। পরে স্কুল ছাত্রের পিতা ও পরিবারের লোকজন বিভিন্ন স্থানে সন্ধান করে শাহ জালালকে না পেয়ে আলী আহসানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পান।

এ ঘটনায় অপহৃতের পিতা মহির উদ্দিন বুধবার সকালে দৌলতপুর থানায় একটি জিডি করেছেন।

উল্লেখ্য, অপহরনকারী চক্রের সদস্য আলী আহসান ১৫দিন পূর্বে চিলমারী উদয়নগর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাকুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেড়াতে আসেন এবং সেখানে সে অবস্থান করেন। আর এ সময়ের মধ্যে সে চিলমারী খারিজারথাক মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহ জালালের সাথে সম্পর্ক গড়ে তোলেন।

সম্পর্কের সূত্র ধরে আলী আহসান ওই স্কুল ছাত্রকে কৌশলে অপহরণ করে। তবে এ অপহরণের ঘটনার সাথে চিলমারী উদয়নগর জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুস সাকুরের সম্পর্ক রয়েছে এবং তাকে জিঞ্জাসাবাদ করলে অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করা সম্ভব হবে বলে এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, তার এলাকার মহির উদ্দিনের ছেলে শাহ জালাল অপহরন বা নিখোঁজ হওয়ার সংবাদ সে জানে এবং তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে সন্ধান চালানো হচ্ছে। এর আগেও এধরনের ঘটনা ঘটেছে বলে অপহৃত স্কুল ছাত্রের পিতা মহির উদ্দিন ও এলাকাবাসী জানিয়েছেন।

(কেএইচ/জেএ/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test