E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাংগাইলের মির্জাপুরে বিশ্ব অটিজম দিবস পালন

২০১৬ এপ্রিল ০২ ২১:০৯:৫১
টাংগাইলের মির্জাপুরে বিশ্ব অটিজম দিবস পালন

রিয়াজুল ইসলাম রিয়াজ :শুক্রবার টাংগাইলের মির্জাপুরে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে Learn & Live Foundation এক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক অস্ট্রেলীয়া প্রবাসী মোঃ শাহ আল মামুন বিভিন্ন প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ এবং এলাকার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বই,খাতা, কলম ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় তাঁর সাথে উক্ত ফাউনডেশনের প্রশাসনিক পরিচালক শাহ আল মাসুদ রানা উপস্থিত থেকে তাঁকে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে আলোচনা সভায় পরিচালক মাসুদ রানা বলেন, প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা নয়, সুন্দর ও যথাযথ সুযোগ সুবিধা পেলে তারা আমাদের সমাজের ও দেশের সম্পদ হয়ে উঠতে পারে।

সভাপতির ভাষণে মোঃ শাহ আল মামুন বলেন, তিন বছর আগে যাত্রা শুরু করা আমাদের এই প্রতিষ্ঠানটি কোন রকম সাহায্য সহযোগিতা ছাড়াই এতো দূর এগিয়েছে, ইনশাল্লাহ আমাদের যত কষ্টই হোক না কেন আমরা সমাজের এসব মানুষের আজীবন পাশে থাকবো।

উল্লেখ্য, তিন বছর আগে Learn & Live Foundation এর সভাপতি স্থানীয় মাননীয় সংসদ সদস্য আলহাজ একাব্বর হোসেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কাজে অনুপ্রাণীত হয়ে এই ফাউনডেশনটি প্রতিষ্ঠা করেন।


(আরআইআর/এস/এপ্রিল০২,২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test